আকাশ বিনোদন ডেস্ক:
নার্গিস ফাখরি অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তার বাংলোতে রাত কাটাচ্ছেন, এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের মধ্যে সম্পর্কের খানিক অবনতি হলেও এখন আবার জমে ওঠেছে তাদের প্রেম। এরই ধারাবাহিকতায় উদয়ের বাসায় নিয়মিত থাকছেন নার্গিস। তবে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি উদয় ও নার্গিসকে। চুপচাপই ছিলেন তারা।
তবে এবার এ বিষয়টি নিয়ে মুখ খুললেন নার্গিস ফাখরি। তিনি বলেন, উদয় আমার খুব ভালো বন্ধু। তার সঙ্গে আমার সম্পর্কও ঘনিষ্ঠ। কিন্তু তার মানে এই নয় যে তার সঙ্গে লিভ টুগেদার করছি আমি। লিভ টুগেদারের গুঞ্জন একেবারেই মিথ্যা।
তিনি আরো বলেন, আমি তার বাসায় যাই ঠিক আছে। কিন্তু লিভ টুগেদারের বানোয়াট খবর যখন সংবাদমাধ্যমে প্রকাশ হয় সেটা খুবই কষ্টের ব্যাপার। আমি আশা করবো সব কিছু জেনে শুনে ও বুঝে পরবর্তীতে সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করবে। কাউকে হেয়প্রতিপন্ন করে কি লাভ আমি বুঝি না!
আকাশ নিউজ ডেস্ক 






















