অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের নাজিরপুরে শিক্ষককে মারধরের অভিযোগে শাহ আমানত শান্ত নামে মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার শান্তকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই স্কুলের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি। শান্ত শ্রী রামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং শ্রী রামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হায়দার মৃধার ছেলে।
মাদকসেবনের প্রতিবাদ ও এসএসসির টেস্ট পরীক্ষায় হাতেনাতে নকল ধরায় বুধবার সন্ধ্যায় ওই শিক্ষকের ওপর হামলা চালায় শান্ত ও তার সহযোগীরা। আহত স্কুলশিক্ষক সন্তোষ দেউরীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক সন্তোষ দেউরী বলেন, ‘বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্রী রামকাঠী বন্দরে নিজ বাসায় দুই ছাত্রকে পড়াচ্ছিলাম। এ সময় শাহ আমানত শান্ত, তার কয়েকজন সহযোগী বাসায় ঢুকে আমাকে মারধর করে। মাদকসেবনের প্রতিবাদ ও এসএসসির টেস্ট পরীক্ষায় হাতেনাতে নকল ধরায় ক্ষিপ্ত হয়ে শান্ত এ ঘটনা ঘটিয়েছে।’
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হাসান ডালিম রাতে দৈনিক আকাশকে বলেন, ‘কমিটি দিয়েছে শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগ। শিক্ষকের সঙ্গে ছাত্রের বেয়াদবি, অসৌজন্যমূলক আচরণের কারণে ওই ইউনিয়ন ছাত্রলীগ স্কুল কমিটি ভেঙে দিয়েছে। অনেকেই আমাদের দোষারোপ করতে চায়, অভ্যন্তরীণ কিছু কোন্দলের কারণে।’
অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘স্কুল পর্যায়ে কমিটি ভালো উদ্যোগ, তবে এসব কাম্য নয়।’
নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান উত্তম মৈত্র দৈনিক আকাশকে বলেন, ‘আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর পৌনে দুটো পর্যন্ত ছাত্র-শিক্ষকের বিষয় নিয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে অনেক বিষয় উঠে এসেছে। তবে অনাকাঙ্ক্ষিত এ বিষয়ে আমরা হতাশ, উদ্বিগ্ন। কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি প্রথমত ‘যুগল কৃঞ্চ মাধ্যমিক’ বিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। এছাড়া, পরিক্ষার্থী ‘বড়’ মেয়েরা রাতে (১০টা পর্যন্ত) কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারবে না।’
শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. নাঈম হাওলাদার দৈনিক আকাশকে বলেন, ‘আমরা কোনো অপেক্ষা না করেই কমিটি ভেঙে দিয়েছি। এ বিষয়ে তদন্ত হবে মূল বিষয়টি জানতে। আমরা ছাত্র বা ছাত্রনেতা হয়ে এটি মেনে নিতে পারি না।’
আকাশ নিউজ ডেস্ক 























