আকাশ স্পোর্টস ডেস্ক:
দল গঠন-সহ বিভিন্ন কারণে এবার সমালোচিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ভাইকিংসকে। হারের বৃত্তে থাকা ভাইকিংস ইতোমধ্যে বাদ পড়েছে আসর থেকে, যদিও এখনও বাকি আছে লিগ পর্বের খেলা। দলের এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতায় স্থানীয় খেলোয়াড়দেরই দোষারোপ করছেন চিটাগং ভাইকিংসের মেন্টর ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নুর মতে, সব মিলিয়ে দলের পারফরম্যান্স জিরো। বোলারদেরই বেশি দোষ দিচ্ছেন তিনি, দেশি প্লেয়ারদের ওপরে দলটি নির্ভরশীল সেই হিসেবে লোকাল বোলাররা কিছুই করতে পারেনি। ওরা একটু ভালো করলে চিত্রটা ভিন্ন হতে পারতো। বিজয় দুটি ইনিংস ভালো খেললেও সৌম্যর মতো আইকন প্লেয়ারের কোনো পারফরম্যান্সই নেই। শুভাশীষেরও নেই। তাসকিন উইকেট নিচ্ছে ঠিকই কিন্তু রান অনেক বেশি দিয়ে ফেলছে। সানজামুল দুটি ম্যাচ ভালো খেললেও বাকি ম্যাচগুলো ভালো খেলেনি। সব মিলিয়ে পারফরম্যান্স জিরো।
তবে দলের বাজে অবস্থানের জন্য আর্থিক সীমাবদ্ধতাকেও দায়ী করেছেন তিনি। তিনি বলেন, চিটাগং ভাইকিংস একটি লো বাজেটের দল। প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজিরা সিদ্ধান্ত নিয়েছিলো বড় বাজেটের দল করবে না। লো প্রোফাইলের দল হলে টিম ব্যালেন্স কঠিন হয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























