অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাঘায় স্কুলশিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্কুল শিক্ষক শুকান্ত শাহার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় গৃহবধূ সারমিষ্ঠা (২০) সাহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বাঘা পৌর এলাকার নারায়নপুর গ্রামের বাসিন্দা অজিত শাহার ছেলে স্কুল শিক্ষক শুকান্ত সাহার স্ত্রী।
সারমিষ্ঠার স্বামী শুকান্ত জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে বাজারে যান। রাত পৌনে ৮টায় বাজার থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখেন। ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
সারমিষ্ঠার শাশুড়ি মল্লিকা শাহ জানান, তার স্বামী বাইরে থাকলে, ঘরের দরজা বন্ধ করে ঘুমাতো। ঘটনার দিন একইভাবে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 























