অাকাশ জাতীয় ডেস্ক:
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ইউরো-বার্মা অফিসের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো ও পার্লামেন্ট অব দ্য ওয়াল্ড রিলিজিয়ন্স-এর এমিরিটাস চেয়ার ড. মালিক মুজাহিদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-এর চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ধন্যবাদ জ্ঞাপন করেন। আরএমএমআরইউ-এর সমন্বয়কারী অধ্যাপক ড. সি আর আবরার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গা সংকট নিরসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের চ্যালেঞ্জ নয়, বরং এটি সমগ্র বিশ্ব তথা মানব সভ্যতার সংকট। উপাচার্য রোহিঙ্গা মুসলিমদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি মিয়ানমারে গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের দাবি জানান। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন।
বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া ও নেপালের শিক্ষাবিদ, গবেষক এবং মানবাধিকার কর্মীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























