অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি জমি থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নে ছিল হলুদ রংয়ের হিজাব, কালো বোরকা। সোমবার বেলা ১১টার দিকে লিংক রোডের ফতুল্লার ভুইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তুষার কান্তি জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মেয়েটিকে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এসআই তুষার আরও জানান, নিহতের নামপরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























