ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ঢেলে সাজানো হচ্ছে সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে গত ২‌১ জুন ছেলে মোহাম্মদকে যুবরাজ হিসেবে নিয়োগ করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পদচ্যুত যুবরাজকে পাঠানো হয় জেদ্দার একটি প্রাসাদে। সেখানে আগেকার সব নিরাপত্তাকর্মীকে সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে চলা বহু জল্পনার মধ্যে বুধবার বিন নায়েফকে সরানোর ভেতরের গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বার্তা সংস্থা রয়টার্সে। সেই প্রতিবেদন প্রকাশের একদিন পর বৃহস্পতিবার সৌদি বাদশাহ জারি করেন কয়েকটি ডিক্রি। এতে দেশটির নিরাপত্তা ঢেলে সাজানোর সব ব্যবস্থা করা হয়েছে।

সৌদির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ জারি করা ডিক্রিতে বাদশাহ সালমান দেশটির সন্ত্রাস প্রতিরোধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোকে ‘প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি’ নামে স্বতন্ত্র একটি সংস্থার অধীনে আনেন। রাষ্ট্রীয় নতুন এই নিরাপত্তা সংস্থাটির নেতৃত্ব দেবেন বর্তমান গোয়েন্দাপ্রধান আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-হোয়াইরিনি, যিনি একজন মন্ত্রীর সমমর্যাদায় থাকবেন।

বৃহস্পতিবার বেশ কয়েকটি ডিক্রি জারি করেন বাদশাহ সালমান। ওই দিন এক ডিক্রিতে তিনি আবদুল্লাহ বিন আবদুলকরিম বিন আবদুল আজিজ আল-ইসাকে প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দেন। আবদুল্লাহকেও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

নতুন সংস্থাটি রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত সব বিষয় দেখভাল করবে, যা তদারক করবেন বাদশাহ নিজে। এ ছাড়া কেন্দ্রীয় তদন্ত পরিদপ্তর, বিশেষ নিরাপত্তা বাহিনী, সাধারণ নিরাপত্তা বিমান পরিবহন কমান্ড, কারিগরিবিষয়ক মহাপরিদপ্তর, জাতীয় তথ্যকেন্দ্র, সন্ত্রাস প্রতিরোধ-সংক্রান্ত সব বিষয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতামুক্ত করে প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির অধীন করা হবে।

গতকাল নিরাপত্তা-সংক্রান্ত সংস্থার বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আসার ঘোষণা দেওয়া হয় রাজকীয় ডিক্রিতে। এর মধ্যে মন্ত্রীর মর্যাদায় পুঁজিবাজার কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় আবদুল্লাহ বিন ইব্রাহিম আল-কুয়াইজকে। এ ছাড়া মন্ত্রীর মর্যাদায় বাদের বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন আসাকেরকে যুবরাজের বিশেষ দপ্তরের পরিচালক ও সুলাইমান বিন নাইফ বিন আতাল্লাহ আল-কাছিরিকে যুবরাজের বিশেষ কার্যক্রম বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ঢেলে সাজানো হচ্ছে সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা

আপডেট সময় ১২:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে গত ২‌১ জুন ছেলে মোহাম্মদকে যুবরাজ হিসেবে নিয়োগ করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পদচ্যুত যুবরাজকে পাঠানো হয় জেদ্দার একটি প্রাসাদে। সেখানে আগেকার সব নিরাপত্তাকর্মীকে সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে চলা বহু জল্পনার মধ্যে বুধবার বিন নায়েফকে সরানোর ভেতরের গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বার্তা সংস্থা রয়টার্সে। সেই প্রতিবেদন প্রকাশের একদিন পর বৃহস্পতিবার সৌদি বাদশাহ জারি করেন কয়েকটি ডিক্রি। এতে দেশটির নিরাপত্তা ঢেলে সাজানোর সব ব্যবস্থা করা হয়েছে।

সৌদির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ জারি করা ডিক্রিতে বাদশাহ সালমান দেশটির সন্ত্রাস প্রতিরোধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোকে ‘প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি’ নামে স্বতন্ত্র একটি সংস্থার অধীনে আনেন। রাষ্ট্রীয় নতুন এই নিরাপত্তা সংস্থাটির নেতৃত্ব দেবেন বর্তমান গোয়েন্দাপ্রধান আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-হোয়াইরিনি, যিনি একজন মন্ত্রীর সমমর্যাদায় থাকবেন।

বৃহস্পতিবার বেশ কয়েকটি ডিক্রি জারি করেন বাদশাহ সালমান। ওই দিন এক ডিক্রিতে তিনি আবদুল্লাহ বিন আবদুলকরিম বিন আবদুল আজিজ আল-ইসাকে প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দেন। আবদুল্লাহকেও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

নতুন সংস্থাটি রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত সব বিষয় দেখভাল করবে, যা তদারক করবেন বাদশাহ নিজে। এ ছাড়া কেন্দ্রীয় তদন্ত পরিদপ্তর, বিশেষ নিরাপত্তা বাহিনী, সাধারণ নিরাপত্তা বিমান পরিবহন কমান্ড, কারিগরিবিষয়ক মহাপরিদপ্তর, জাতীয় তথ্যকেন্দ্র, সন্ত্রাস প্রতিরোধ-সংক্রান্ত সব বিষয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতামুক্ত করে প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির অধীন করা হবে।

গতকাল নিরাপত্তা-সংক্রান্ত সংস্থার বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আসার ঘোষণা দেওয়া হয় রাজকীয় ডিক্রিতে। এর মধ্যে মন্ত্রীর মর্যাদায় পুঁজিবাজার কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় আবদুল্লাহ বিন ইব্রাহিম আল-কুয়াইজকে। এ ছাড়া মন্ত্রীর মর্যাদায় বাদের বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন আসাকেরকে যুবরাজের বিশেষ দপ্তরের পরিচালক ও সুলাইমান বিন নাইফ বিন আতাল্লাহ আল-কাছিরিকে যুবরাজের বিশেষ কার্যক্রম বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।