অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অস্তিত্বহীন মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ওই নিপা মনা নিসা, কি তার পরিচয়, সে কিভাবে অস্তিত্বহীন ভুয়া প্রাথমিক বিদ্যালয় বানিয়ে সমাপনী শিক্ষা পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশ গ্রহন করান। তা নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল।
তবে এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এখন পর্যন্ত এর কোন সূত্র বের করতে পারে নি। তবে কি নিপা মনা নিসা অনেক ক্ষমতাধর। নাকি কেঁচো খুড়তে সাপ বের হবে তার ভয়। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করছে না শিক্ষা অফিস। শুধু তাই নয় এতো বড় ঘটনায় এখন পর্যন্ত কোন তদন্ত টিম গঠন করা হয়নি।
জানাগেছে, সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষায় অস্তিত্বহীন মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন ভুয়া পরীক্ষার্থী অংশ গ্রহন করে। আর এরা হলেন- মাসুদ রানা, আঁখি আক্তার, নুরাইয়া খাতুন ও জয়া খাতুন। অন্যান্য পরীক্ষার্থীর ন্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের স্বাক্ষরিত প্রবেশ পত্র তাদেরও আছে। যার রোল নং যথাক্রমে ৫৯৫৩, ৫৯৫৪, ৫৯৫৫ ও ৫৯৫৬।
বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার সমাপনী পরীক্ষার ৫ম দিনে ওই পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর কিছু আগেই সুকৌশলে কেন্দ্র ত্যাগ করে। আর রোববার সমাপনী পরীক্ষার শেষ দিনেই তারা অনুপুস্থিত রয়েছে। সেই ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা মনা নিসা গাঢাকা দিয়েছে।
সরেজমিন মাঠেরপাড় এলাকায় গিয়ে কোন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পাওয়া যায়নি। ওই এলাকার কেউ বলতে পারে ‘মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়` নামে কোন প্রতিষ্ঠান রয়েছে কিনা।
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নুরুল ইসলাম মিঠুল জানন, গত বৃহস্পতিবার সমাপনী পরীক্ষার ৫ম দিনে পরীক্ষা শুরুর আগে আমি মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই ৪ জন পরীক্ষার্থীকে অফিসে ডেকে পাঠাই। কিন্তু তারা অফিসে না এসে সুকৌশলে কেন্দ্র থেকে পালিয়ে যায়। তবে রোববার সমাপনী পরীক্ষার শেষ দিনেই তারা অনুপুস্থিত ছিল।
এ বিষয়ে হাতীবান্ধা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পর আমরা সরেজমিন পরির্দশন করেছি। কিন্তু ‘মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়’ নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাইনি।
অস্তিত্বহীন মাঠেরপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ওই নিপা মনা নিসা, কি তার পরিচয়, সে কিভাবে অস্তিত্বহীন ভুয়া প্রাথমিক বিদ্যালয় বানিয়ে সমাপনী শিক্ষা পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশ গ্রহন করান এ প্রশ্ন করা হলে তার কোন জবাব সে দিতে পারেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























