অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আরব মিত্রদের অসুবিধায় ফেলে বা নিজ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে হিজবুল্লার এমন কোনও অবস্থান মেনে নেবেন না বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। নিজ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি দলটির এমন সমালোচনা করেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর রবিবার এ খবর জানিয়েছে।
হারিরির বিবৃতিতে কোনও আরব দেশকে নির্দিষ্ট করা হয়নি। তিনি জানান, আলোচনার মাধ্যমে লেবাননকে একটি নিরপেক্ষ ও ‘দায়মুক্ত’ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ হিসেবেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
‘দায়মুক্ত’ বলতে আঞ্চলিক দ্বন্দ্বের বাইরে লেবাননের অবস্থান নেওয়ার নীতিকে বোঝানো হয়ে থাকে। রাজনৈতিক ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে হিজবুল্লাহর আঞ্চলিক ভূমিকা হারিরি দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে অস্বস্তিতে ফেলেছে। তবে হিজবুল্লাহর আন্তর্জাতিক সম্পর্ক কর্মকর্তা আম্মার মৌসাবী জানান, শিয়াপন্থী দলটি দেশে তাদের অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। তারা সবার সঙ্গেই সংলাপ ও সহযোগিতা করতে প্রস্তুত।
মৌসাবী আরও বলেন, লেবাননকে অস্থিতিশীল করতেই সৌদি আরব চাপ দিয়ে হারিরিকে পদত্যাগ করিয়েছিল। গত ৪ নভেম্বর সৌদি আরব থেকে এক টেলিভিশন ভাষণে হারিরি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত বুধবার দেশে ফিরে প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে আলোচনার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর ফলে মধপ্রাচ্যে এ নিয়ে সৃষ্ট সংকটের আপাত অবসান হয়।
অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই করছে। উপসাগরীয় দেশগুলো ইয়েমেনে হুথি বিদ্রোহী ও বাহরাইনের জঙ্গিদের সহায়তার জন্য হিজবুল্লাহকে দোষারোপ করে। তবে হিজবুল্লাহ তা বরাবরই অস্বীকার করে আসছে।
আকাশ নিউজ ডেস্ক 

























