অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী দফা সিরিয়া শান্তি সম্মেলনে নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ উপদূত রামজি এজেলদিন রামজি। বিরোধী প্রতিনিধিদলের সদস্যরা সেই আলোচনায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। এদিকে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সিরিয়ার ৯৮ শতাংশ অঞ্চল বর্তমানে সন্ত্রাসমুক্ত বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
সিরিয়া জুড়ে জঙ্গিগোষ্ঠী আইএস কোণঠাসা হয়ে পড়লেও, দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে আল-নুসরার মতো বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী। তাদের বিতাড়িত করতে সিরিয়ার উত্তরাঞ্চলসহ বিভিন্ন প্রান্তে এখনও সিরীয় সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। শনিবারও, আলেপ্পো শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে আল নুসরা জঙ্গিদের সঙ্গে সিরীয় সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অনলাইনে প্রকাশিত এক ছবিতে হামা-আলেপ্পো মহাসড়কে দু’পক্ষের তীব্র লড়াই চলতে দেখা যায়। লড়াইয়ে সিরীয় বাহিনী বিমান, ট্যাঙ্কসহ ভারি অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তবে, সংঘর্ষে হতাহতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
এর মধ্যেই, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আল জোরে আইএস অবস্থান লক্ষ্য করে আবারও ভারি বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার অনলাইনে প্রকাশিত ছবিতে রুশ বোমারু বিমান থেকে আইএসের লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালাতে দেখা যায়। পরে, এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, শিগগিরই পুরো সিরিয়া জঙ্গিমুক্ত হবে। এরপর রাশিয়া দেশটিতে তাদের সেনা উপস্থিতি কমিয়ে আনবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এই মুহূর্তে সিরিয়ার ৯৮ শতাংশ অঞ্চলই সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত। সময়, এসেছে এ অবস্থায় আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণ করার। আপাতত সীমান্ত অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠাসহ পুনর্গঠন প্রক্রিয়া এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ।’
এর মধ্যেই, জাতিসংঘের সিরিয়া বিষয়ক উপদূত রামজি এজেলদিন রামজি বলেছেন, জেনেভায় আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিয়া শান্তি সম্মেলনের পরবর্তী পর্যায়ে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পাশাপাশি সংবিধান প্রণয়ন এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিরোধী প্রতিনিধিদলের সদস্যরা তাদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। রোববার, দামেস্কে সিরিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এজেলদিন।
তিনি বলেন, ‘সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াটা একটু জটিল কেননা এই মুহূর্তে সিরিয়ার পরিস্থিতিও জটিল। আমরা একেক সময় একেক কৌশল অবলম্বন করে আলোচনাকে এগিয়ে নেয়ার চেষ্টা করে থাকি। আশা করছি এবার সরকার এবং বিরোধীপক্ষ উভয়ের অংশগ্রহণে শান্তি প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো আমরা।’
এর আগে, শুক্রবার সৌদি আরবের রিয়াদে দেশটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী দফার শান্তি সম্মেলনে যেকোন বিষয়ে নিয়ে সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলে জানান বিরোধী প্রতিনিধি দলের প্রধান নাসার আল হারিরি। আগের পর্বের আলোচনাগুলোতে বিরোধী প্রতিনিধিদলের পক্ষ থেকে যেকোন মূল্যে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবি তোলা হলেও, এ পর্বের আলোচনায় এ ধরনের কোন দাবি তোলা হবে না বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















