অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাঘা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিনা রেল গেটের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আমরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে সিদ্দিক হোসেন (৩৫) স্ত্রীর উপর অভিমান করে সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। তিনি সারা দিনে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নেয় পরিবারের লোকজন। অবশেষে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিনা রেল গেটের পূর্ব দিকে তার দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় স্থানীয়রা।
পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে সিদ্দিক একজন দিনমুজুর ও ফেরি করে গ্রামে গ্রামে হাড়ি-পালিত বিক্রি করতো বলে জানা গেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।
আকাশ নিউজ ডেস্ক 
























