অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতারকে দেওয়া ১৩ দফা শর্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তুরস্ক। এই শর্তগুলো কাতারের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস।বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের পারস্য উপসাগরীয় অঞ্চল ভ্রমণের আগে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কুরতুলমুস ওই আহ্বান জানান।
এ সময় কুরতুলমুস অবরোধ আরোপকারী সংযুক্ত আরব আমিরাতকে সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, তা না হলে সংঘাত কেবল নতুন সংঘাতেরই জন্ম দেবে যার ফলাফল অনিশ্চিত বলে সতর্ক করেছেন তিনি।গত মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর জঙ্গিবাদে সহযোগিতা দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করলে তুরস্ক কাতারের পক্ষ নেয়।
অবরোধ তুলে নিতে ও সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিতে ওই চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দেয়, যার মধ্যে আছে গণমাধ্যম আল-জাজিরা বন্ধ ও কাতার থেকে তুরস্কের সেনাঘাঁটি প্রত্যাহার।
আকাশ নিউজ ডেস্ক 



















