অাকাশ জাতীয় ডেস্ক:
পঞ্চগড়-ঠাকুরগাঁও রেলপথের কুজিশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় পঞ্চগড় কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত তাহেরুল ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যয় তাহেরুল বাড়ির পাশে ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের উপর বসে ছিল। হঠাৎ পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাহেরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ রেল লাইনের উপর পড়ে আছে বলে জানান রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।
ঠাকুরগাঁও রুহিয়া রেল স্টেশন মাস্টার জানান, ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেছেন কিনা তা তার জানা নেই।
আকাশ নিউজ ডেস্ক 
























