অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাপানের দক্ষিণ-পূর্ব ওকিনাওয়ায় প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমান ১১ জন আরোহীসহ বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানটি রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে।
জাপানভিত্তিক সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানানো হয়েছে, রণতরী থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিমানে থাকা কর্মকর্তাদের উদ্ধার কাজ চলছে। তাদের খুঁজে পাওয়ার পর ইউএসএস রোনাল্ড রিগ্যানে থাকা মেডিকেল স্টাফরা এ বিষয়ে পর্যবেক্ষণ করবেন।
সপ্তম নৌবহর আরো জানিয়েছে, ফিলিপিন্স সাগরে জাপানি সময় পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ওই বিমানে থাকা ক্রু ও আরোহীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























