অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাবল মার্ডারের ঘটনায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বাবুরাইল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন- নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার আলাল, জালাল, মনির, কিরণ ও বরিশাইল্লা ইমরান।
মামলার তদন্ত অফিসার ডিবি পুলিশের এসআই মাসুদ রানা জানান, বিকেল থেকে অভিযান চালিয়ে ফতুল্লার জোড়া খুন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ১২ অক্টোবর রাতে কাশিপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ আহমেদ নামে দুইজনকে হত্যা করা হয়। নিহতদের পরিবারের পক্ষে মামলা না করায় ১৪ অক্টোবর ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মোজাহারুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























