অাকাশ জাতীয় ডেস্ক:
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০১৩ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৫৭টি মামলা দায়ের করা হয়েছে। সংসদে সরকারি দলের সদস্য সফুরা বেগমের ৭১ বিধিতে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ওষুধ উৎপাদন ও বাজারজাত করার আগে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওষুধের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর তা বাজারজাত করার অনুমতি দিয়ে থাকে। ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিপণনের দায়ে এ পর্যন্ত ১৮টি ফ্যাক্টরী বন্ধ ও ৮৬টি ফ্যাক্টরী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং ৭ কোটি টাকার ওষুধ জব্দ করেছে।
তিনি বলেন, ভেজাল ওষুধ বিরোধী অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসককে সভাপতি করে প্রতি জেলায় একটি করে এ্যাকশন কমিটি গঠন করেছে। এছাড়া ওষুধ প্রশাসন অধিদফতরের জনবল বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সারাদেশে মডেল ফার্মেসী স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসব ফার্মেসীতে কোন ভেজাল ওষুধ থাকবে না।
আকাশ নিউজ ডেস্ক 

























