অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে বিলে মাছ ধরতে গিয়ে একাব্বর হোসেন (৫০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। একাব্বর হোসেন উপজেলার তরফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি তরফপুর গ্রামের মৃত নেদু মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে তরফপুর গ্রামের আরিবিলে স্থানীয় লোকজন একযোগে (বিলবাইচ) মাছ ধরতে যায়। সেখানে একাব্বর হোসেন হঠাৎ অসুস্থ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একাব্বর হোসেনে বড় ভাই শুকুর আলীর সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একাব্বর হোসেন সকালে স্থানীয়দের সাথে পলো নিয়ে আরিবিলে মাছ ধরতে যায়। সকাল সাড়ে নয়টার দিকে জানতে পারি সে অসুস্থ হয়ে মারা গেছে। সে হার্টের রোগী ছিল বলেও তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















