ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

নতুন সূর্য বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নতুন সূর্য উঠেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সূর্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই সমাবেশের ডাক দেয়া হয়।

বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনরা এই সমাবেশের আকর্ষণ হয়ে আসলেও মধ্যমণি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব বক্তাই ৭ মার্চের ভাষণের নানা দিক উল্লেখ করে বলেন, স্বাধীনতার সংগ্রামের নির্দেশনা ওই সমাবেশ থেকেই পেয়েছিলেন তারা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৭ মার্চের ভাষণের কথা এবং বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর রাষ্ট্রীয়ভাবে ভাষণটিকে ‘নিষিদ্ধ’ করে রাখার কথা উল্লেখ করেন। বলেন, ইতিহাস কখনও চাপিয়ে রাখা যায় না। এই ভাষণ যত মুছে দেয়ার চেষ্টা হয়েছে, সেটা ততই জাগ্রত হয়েছে।

এই সমাবেশ চলাকালে দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি ঝরেনি। আর দিন ও সমাবেশের শেষভাগে পশ্চিম আকাশে উকি দেয় রক্তিম সূর্য।

বিষয়টির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘এতক্ষণ মেঘে ছেয়েছিল, আজকে আমাদের সূর্য নতুনভাবে দেখা দিয়েছে। এই সূর্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে আবারও আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।’

প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করার পর সমাবেশের সঞ্চালক অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘সত্যি, আকাশে আর নতুন সূর্যের উদয় হয়েছে।’

সমাবেশে ইতিহাসের বর্ণনা ছাড়াও বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বলেন, এটা প্রমাণ হয়েছে যে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়।

বাংলাদেশকে এক সময় বাজেটের জন্য বিশ্বের দ্বারে দ্বারে ঘুরতে হতো মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এখন তার সেটি করতে হয় না। বাজেটের ৯৮ শতাংশ এখন নিজের টাকায় দেয়া হচ্ছে।

জাতির জনক বাংলাদেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির যে পরিকল্পনা করেছিলেন, সেই পথেই এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হবেই-আত্মবিশ্বাসের সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বলেও আবার জানান প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, তাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা ও পদলেহনকারী বলে আখ্যা দেন। বলেন, তারাই বঙ্গবন্ধুর ভাষণকে মুছে ফেলার চেষ্টা করে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। এই শক্তি যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সতর্ক থাকার আহ্বানও জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি গোটা দেশের মানুষের উল্লেখ করে যারা এই ভাষণ মুছি দিতে চেয়েছিল, তাদের এখন লজ্জা হয় কি না, তাও জিজ্ঞাসা করেন। ইউনেস্কোর স্বীকৃতিতে ইতিহাসের প্রতিশোধ হিসেবেও আখ্যা দেন বঙ্গবন্ধু কন্যা।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের বহু আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার পরিকল্পনা করে রেখেছিলেন। ১৯৬৯ সালে যুক্তরাজ্য সফরে গিয়েই বলেছিলেন, কীভাবে যুদ্ধ হবে, অস্ত্র, প্রশিক্ষণ কীভাবে হবে। এরপরও তিনি ১৯৭০ সালের নির্বাচনে অংশ নিয়েছিনে জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য।

বিজয়ের পর সাড়ে তিন বছরেই যুদ্ধ বিধ্বস্ত এবং কোনো রিজার্ভ ছাড়া দেশটিকে গড়ে তুলেছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ৯ মাসের মধ্যে তিনি সংবিধান দিয়েছিলেন, নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। পৃথিবীর কোনো দেশ বিপ্লবের পর এত দ্রুত সংবিধান দিতে পারেনি।

সমাবেশে বিশিষ্টজনেরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা হিসেবে বর্ণনা করেন। তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস চর্চার আহ্বান জানান। বলেন, এর মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যাবে, দেশপ্রেমে নিজেকে উদ্বুদ্ধ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

নতুন সূর্য বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নতুন সূর্য উঠেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সূর্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই সমাবেশের ডাক দেয়া হয়।

বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনরা এই সমাবেশের আকর্ষণ হয়ে আসলেও মধ্যমণি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব বক্তাই ৭ মার্চের ভাষণের নানা দিক উল্লেখ করে বলেন, স্বাধীনতার সংগ্রামের নির্দেশনা ওই সমাবেশ থেকেই পেয়েছিলেন তারা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৭ মার্চের ভাষণের কথা এবং বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর রাষ্ট্রীয়ভাবে ভাষণটিকে ‘নিষিদ্ধ’ করে রাখার কথা উল্লেখ করেন। বলেন, ইতিহাস কখনও চাপিয়ে রাখা যায় না। এই ভাষণ যত মুছে দেয়ার চেষ্টা হয়েছে, সেটা ততই জাগ্রত হয়েছে।

এই সমাবেশ চলাকালে দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি ঝরেনি। আর দিন ও সমাবেশের শেষভাগে পশ্চিম আকাশে উকি দেয় রক্তিম সূর্য।

বিষয়টির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘এতক্ষণ মেঘে ছেয়েছিল, আজকে আমাদের সূর্য নতুনভাবে দেখা দিয়েছে। এই সূর্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে আবারও আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।’

প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করার পর সমাবেশের সঞ্চালক অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘সত্যি, আকাশে আর নতুন সূর্যের উদয় হয়েছে।’

সমাবেশে ইতিহাসের বর্ণনা ছাড়াও বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বলেন, এটা প্রমাণ হয়েছে যে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়।

বাংলাদেশকে এক সময় বাজেটের জন্য বিশ্বের দ্বারে দ্বারে ঘুরতে হতো মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এখন তার সেটি করতে হয় না। বাজেটের ৯৮ শতাংশ এখন নিজের টাকায় দেয়া হচ্ছে।

জাতির জনক বাংলাদেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির যে পরিকল্পনা করেছিলেন, সেই পথেই এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হবেই-আত্মবিশ্বাসের সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বলেও আবার জানান প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, তাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা ও পদলেহনকারী বলে আখ্যা দেন। বলেন, তারাই বঙ্গবন্ধুর ভাষণকে মুছে ফেলার চেষ্টা করে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। এই শক্তি যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সতর্ক থাকার আহ্বানও জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি গোটা দেশের মানুষের উল্লেখ করে যারা এই ভাষণ মুছি দিতে চেয়েছিল, তাদের এখন লজ্জা হয় কি না, তাও জিজ্ঞাসা করেন। ইউনেস্কোর স্বীকৃতিতে ইতিহাসের প্রতিশোধ হিসেবেও আখ্যা দেন বঙ্গবন্ধু কন্যা।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের বহু আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার পরিকল্পনা করে রেখেছিলেন। ১৯৬৯ সালে যুক্তরাজ্য সফরে গিয়েই বলেছিলেন, কীভাবে যুদ্ধ হবে, অস্ত্র, প্রশিক্ষণ কীভাবে হবে। এরপরও তিনি ১৯৭০ সালের নির্বাচনে অংশ নিয়েছিনে জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য।

বিজয়ের পর সাড়ে তিন বছরেই যুদ্ধ বিধ্বস্ত এবং কোনো রিজার্ভ ছাড়া দেশটিকে গড়ে তুলেছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ৯ মাসের মধ্যে তিনি সংবিধান দিয়েছিলেন, নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। পৃথিবীর কোনো দেশ বিপ্লবের পর এত দ্রুত সংবিধান দিতে পারেনি।

সমাবেশে বিশিষ্টজনেরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা হিসেবে বর্ণনা করেন। তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস চর্চার আহ্বান জানান। বলেন, এর মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যাবে, দেশপ্রেমে নিজেকে উদ্বুদ্ধ করা যাবে।