অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী বিশ্বের অন্যতম দীর্ঘজীবী শাসক প্রিন্স ফিলিপকে নিয়ে গুজবের শেষ নেই। কয়েকদিন পর ফিলিপ রানী এলিজাবেথের সঙ্গে বিয়ের ৭০ তম বার্ষিকী উদযাপন করবেন। এরমধ্যেই পুরোনো গুজব নতুন করে উঠেছে।
একটি বইয়ে দাবি করা হয়েছে, বিখ্যাত নারী ও ঘণিষ্ঠ বান্ধবীদের সঙ্গে ফিলিপের রোমান্টিক সম্পর্ক ছিল। যার মধ্যে মঞ্চ অভিনেত্রী প্যাট কির্কউড, টিভি উপস্থাপিকা কেটি বয়েল, সুসান বারানটেস। ফিলিপের সন্তান অ্যান্ডুর সাবেক স্ত্রীও আছেন তালিকায়।
ইনগ্রিড সেওয়ার্ড যিনি ব্রিটিশ রাজপরিবারের পর্যবেক্ষক বইটি লিখেছেন। বইয়ের নাম `মাই হাজবেন্ড অ্যান্ড আই: দ্য ইনসাইড স্টোরি অব রয়্যাল ম্যারেজ`। তবে বইয়ে করা দাবিগুলোর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি। অন্যদিকে রাজপরিবারের সদস্যরাও বইয়ের এসব দাবি বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। সূত্র : মিরর
আকাশ নিউজ ডেস্ক 
























