অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতাল (প্রাইভেট লি:) এর অপারেশন থিয়েটারে ফাতেমা বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে। ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই।
নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালে ভর্তি হন। পরে ডাক্তার কাজী ফয়েজা আক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন ডাক্তার। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়।
এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ ৪ জনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসেন।
আকাশ নিউজ ডেস্ক 






















