অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকালে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত জেসমিন আক্তার (১৮) বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাসু বোয়লিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। তিনি দাওকান্দি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষের পাশে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ নিশ্চিত করে বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কয়েক মাস আগে দুর্গাপুর উপজেলা জয়নগর সুখেনকান্দি এলাকার মৃত সান্টুর ছেলে সঙ্গে তার বিয়ে হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















