অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে প্রায় এক যুগ পর প্রজ্ঞাপণ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকতা মুজিবুল আলম। এর আগে যুগ্ম সচিব ফরাদ আহম্মদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।
বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ২৯ মার্চ। ২০১১ সালের ৩ মে মেয়াদ শেষ হয়েছে। প্রায় এক যুগ পর পৌরসভার তফসিল ঘোষণা হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫২৫।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মুজিবুল আলম বলেন, সিমানা সংক্রান্ত জটিলতার কারণে বাঘা পৌরসভার এতদিন নির্বাচন দেয়া সম্ভব হয়নি। তবে সকল আইনি জটিলতার অবসান শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়েছে।
বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর, যাচাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর।
আকাশ নিউজ ডেস্ক 





















