আকাশ জাতীয় ডেস্ক:
স্ত্রীর বড় বোনকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ীর কালুখালীতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেট থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এরশাদ মণ্ডল (৩৫) কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের বকু মণ্ডলের ছেলে।
এ ব্যাপারে কালুখালী থানার এসআই খান বেল্লাল হোসেন জানান, ১৩ নভেম্বর এরশাদের স্ত্রীর বড় বোন কালুখালী থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামীর বাড়ি ও তার ছোট বোনের স্বামী এরশাদের বাড়ি একই গ্রামে। তাদের বাড়িতে এরশাদ যাতায়াত করত। একপর্যায়ে এরশাদ তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর রাত ৮টার দিকে এরশাদ তাকে ধর্ষণ করে। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এর আগেও গত ৮ আগস্ট রাত ১০টার দিকে এরশাদ তার স্ত্রীর বড় বোনকে ধর্ষণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















