অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ জেলার লাখাইয়ে মেঘনা নদীতে নৌকার ছাদ থেকে পড়ে নিখোঁজ শিশু ওসমান গনির লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নদীতে লাশটি ভেসে উঠে। পরে লোকজন পুলিশকে খবর দিলে লাখাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা থেকে একটি নৌকায় রোববার সন্ধ্যায় ওসমান গনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়িতে ফিরছিলেন। তারা ছিলেন নৌকার ছাদের উপরে। নৌকাটি যখন মেঘনা নদীর লাখাই সীমান্তে আসে হঠাৎ সে ছাদ থেকে পানিতে পড়ে যায়। নৌকা থামিয়ে লোকজন শিশুটিকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়েও উদ্ধার কাজ চালায়।
তিনি আরও আরও জানান, সোমবার সকাল থেকে সিলেট থেকে আসা ডুবুরি এবং পুলিশ স্থানীয় লোকজনকে নিয়ে অনুসন্ধান করলেও লাশ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লাশটি পানিতে ভেসে উঠে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, শিশুর লাশ উদ্ধার করতে সিলেট থেকে ডুবুরি উজ্জল কবির এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু পানিতে স্রোত থাকায় সে সফল হয়নি।
লাখাই উপজেলার সিংহ গ্রামের আলী নেওয়াজ মিয়ার ছেল ওসমান গনিসহ তার পরিবারের লোকজন ব্রাহ্মণবানিয়া উপজেলার নাসিরনগরে একটি বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
আকাশ নিউজ ডেস্ক 
























