অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরাকী প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের কারণে মঙ্গলবার তিনি এ শোকবার্তা পাঠান। খবর সিনহুয়ার। চীনা প্রেসিডেন্ট তার শোকবার্তায় বলেন, ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় তিনি গভীরভাবে শোকাহত।
শি আরো বলেন, “চীন সরকার ও জনগণ এবং আমার পক্ষে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” তিনি বলেন, “আমি মনে করি ইরাকী জনগন তাদের প্রেসিডেন্ট ও সরকারের নেতৃত্বে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।”
উল্লেখ্য, রোববার ইরাক-ইরান সীমান্ত এলাকায় তীব্র ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। এতে ৪শ ৪৫ জন নিহত ও ৭ হাজার ১শ লোক আহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























