অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবানন নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সৌদি নেতাদের সমর্থন যুগিয়ে যেতে বিদেশের দূতাবাসে অবস্থানরত কূটনীতিকদের নির্দেশ দিয়েছে ইসরাইল। সদ্য ফাঁস হওয়া এক কূটনৈতিক তারবার্তায় এ তথ্য জানা গেছে। ইসরাইলি টিভি স্টেশন চ্যানেল ১০ নিউজ এ সপ্তাহে ফাঁস হওয়া তারবার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তারবার্তা পাঠানো হয়। ইসরাইলের সঙ্গে মিলে সৌদি আরব ওই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে বলে বিভিন্ন গুজব ছড়িয়ে আছে। তবে ফাঁস হওয়া এই তারবার্তা এ সংক্রান্ত প্রথম কোনো দালিলিক প্রমাণ।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইসরাইলের এই পদক্ষেপ খুবই বিরল বলে মন্তব্য করেছেন কিছু বিশ্লেষক। সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের উপদেষ্টার দায়িত্বে থাকা উয়োসি আলপার ইসরাইলের এই পদক্ষেপকে ‘অত্যন্ত সাহসী’ বলে মন্তব্য করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















