অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর তানোর কলমা ইউনিয়নের বনগাঁ চকরহমত উচ্চবিদ্যালয়ের সেফটি ট্যাংকে পড়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছে।
নিহত শিশু মৌয়তি হেমরম (৬) শালবাড়ি সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহত দুই শিক্ষার্থী হলেন, একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম। তিনি জানান, চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজে ব্যবহারের জন্য বিদ্যালয়ের বাথরুমের সেফটি ট্যাংকির উপর এক ট্রাক বালি রাখা হয়। শনিবার দুপুর পৌনে বারোটার দিকে স্কুল ছুটি হলে ওই তিন শিক্ষার্থী বাথরুমের সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর খেলতে থাকে। এ সময় বালির চাপে সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে ট্যাংক এর মধ্যে তারা পড়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে বনগাঁ উচ্চবিদ্যালয়ের স্কুলশিক্ষক ও গ্রামবাসী উদ্ধারকালে ঘটনাস্থলেই মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















