ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইরান: গোয়েন্দা সূত্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার অভ্যন্তরে ইরান স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র। দেশটির রাজধানী দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দূরে আল-কিসওয়াহ এলাকায় ইরানের সেনাবাহিনী এই ঘাঁটি বানাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়া ও আশপাশের এলাকায় ইরানের প্রভাব বিস্তার নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ঘাঁটি তৈরির খবর পাওয়া গেল। এর আগে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, সিরিয়ায় সামরিক উপস্থিতি চায় ইরান। তিনি আরো বলেছিলেন, ‘এটা হতে দেবে না ইসরায়েল।’

গোয়েন্দা সূত্রের কাছ থেকে বিবিসির হাতে আসা উপগ্রহ চিত্রে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার ওই স্থানে নির্মাণকাজ হতে দেখা যায়। উপগ্রহ চিত্রে আরো দেখা যায়, সিরিয়ার এলাকাটিতে বেশ প্রশস্ত, কম উঁচু ২৪টি ভবন দেখা যাচ্ছে। সেনাদের আবাসস্থল ও যানবাহন রাখতে এগুলো তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ওই জায়গায় নতুন কয়েকটি ভবন যুক্ত হয়েছে। তবে এসব স্থাপনা কেন নির্মাণ করা হয়েছে বা সেখানে ইরানের সেনাদের উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত হতে পারেনি বিবিসি। এ বিষয়ে পশ্চিমা এক দেশের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, সিরিয়ায় দীর্ঘমেয়াদি উপস্থিতির জন্য ইরানের এই অভিলাষের বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইরান: গোয়েন্দা সূত্র

আপডেট সময় ১১:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার অভ্যন্তরে ইরান স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র। দেশটির রাজধানী দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দূরে আল-কিসওয়াহ এলাকায় ইরানের সেনাবাহিনী এই ঘাঁটি বানাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়া ও আশপাশের এলাকায় ইরানের প্রভাব বিস্তার নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ঘাঁটি তৈরির খবর পাওয়া গেল। এর আগে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, সিরিয়ায় সামরিক উপস্থিতি চায় ইরান। তিনি আরো বলেছিলেন, ‘এটা হতে দেবে না ইসরায়েল।’

গোয়েন্দা সূত্রের কাছ থেকে বিবিসির হাতে আসা উপগ্রহ চিত্রে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার ওই স্থানে নির্মাণকাজ হতে দেখা যায়। উপগ্রহ চিত্রে আরো দেখা যায়, সিরিয়ার এলাকাটিতে বেশ প্রশস্ত, কম উঁচু ২৪টি ভবন দেখা যাচ্ছে। সেনাদের আবাসস্থল ও যানবাহন রাখতে এগুলো তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ওই জায়গায় নতুন কয়েকটি ভবন যুক্ত হয়েছে। তবে এসব স্থাপনা কেন নির্মাণ করা হয়েছে বা সেখানে ইরানের সেনাদের উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত হতে পারেনি বিবিসি। এ বিষয়ে পশ্চিমা এক দেশের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, সিরিয়ায় দীর্ঘমেয়াদি উপস্থিতির জন্য ইরানের এই অভিলাষের বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাবে না।