অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের পুকুর থেকে আনিসুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার দুুপুরে বড় বিহানালী ইউনিয়ন পরিষদের সদস্য বাঘাবাড়ি গ্রামের ইসাহাক আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পেশায় একজন ভ্যানচালক হলেও দীর্ঘদিন থেকে তিনি তাবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের স্ত্রী জহুরা বেগম ও ছেলে সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, শুক্রবার দুুপুরে বড় বিহানালী ইউনিয়ন পরিষদের সদস্য বাঘাবাড়ি গ্রামের ইউপি সদস্য ইসাহাক আলীর পুকুরে বস্তাবন্দী একটি লাশ ভেসে থাকা দেখতে পান স্থানীয় লোকজন। বস্তার ভেতর থেকে একটি হাত বের হয়ে ছিল লাশটির। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুঠোফোনে বাগমারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে।
পরে স্থানীয় প্রতিবেশী ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি গোয়াবাড়ি গ্রামের ভ্যানচালক আনিসুর রহমানের শনাক্ত করেন। আনিসুর রহমানের শরীরের কোনো স্থানে ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। নিহত আনিসুর রহমানের স্ত্রী জহুরা বেগম বলেন, শুক্রবার ভোরে তিনি আমার সঙ্গে ফজরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি।
বিকেলে স্থানীয় লোকজন পুকুরের পানিতে বস্তাবন্দী লাশটি ভাসতে দেখে বাগমারা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে লাশটির সুরতহাল তৈরি করে এবং মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে বাগমারা থানার উপপরিদর্শক সৌরভ কুমার চন্দ্র বলেন, আনিসুর রহমানের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। থানায় এখনো মামলা হয় নি। আনিছুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি পুকুরে ফেলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায় নি। তবে মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















