ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

পুকুর-জলাশয় নিয়ে বিরোধ, পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি মসজিদের পুকুর ও জলাশয় লিজ নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত আঞ্জুয়ারা খাতুন (৫০), মনোয়ারা খাতুন (৪৫), আব্দুস সাত্তার (৫০), মনির হোসেন (৫৫), রাকিবুল ইসলাম (২০), আজগর আলী (৪৫), রহমত আলী (৫২), মোকাদ্দেস আলী (৫৫), আব্দুল খালেক (৩৫), খাইরুল ইসলাম (২০), ছাইদুল ইসলাম (২৭) সহ অন্যদেরকে ভাঙ্গুড়া, চাটমোহর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং নাটোরের বনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় পুকুরিয়া গ্রামে একটি মসজিদের মাছ চাষ উপযোগী ২৭ বিঘা পুকুর ও জলাশয় লিজ নিয়ে গত দু’সপ্তাহ ধরে গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও আব্দুল জলিলের পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে গত বুধবার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দু’পক্ষকে নিয়ে বৈঠক করে বিবাদমান পরিস্থিতি নিরসন করে। কিন্তু শুক্রবার বিকেলে আব্দুল জলিল মিয়ার নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সবাইকে মারধর করে ও বাড়িঘর ভাংচুর করে। এতে আব্দুর রাজ্জাকের পরিবারের দুই নারীসহ অন্তত ২০ জন সদস্য আহত হয়। এ সময় আব্দুর রাজ্জাক বাড়িতে ছিলেন না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়র পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের ধরতে পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

পুকুর-জলাশয় নিয়ে বিরোধ, পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় ০১:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি মসজিদের পুকুর ও জলাশয় লিজ নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত আঞ্জুয়ারা খাতুন (৫০), মনোয়ারা খাতুন (৪৫), আব্দুস সাত্তার (৫০), মনির হোসেন (৫৫), রাকিবুল ইসলাম (২০), আজগর আলী (৪৫), রহমত আলী (৫২), মোকাদ্দেস আলী (৫৫), আব্দুল খালেক (৩৫), খাইরুল ইসলাম (২০), ছাইদুল ইসলাম (২৭) সহ অন্যদেরকে ভাঙ্গুড়া, চাটমোহর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং নাটোরের বনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় পুকুরিয়া গ্রামে একটি মসজিদের মাছ চাষ উপযোগী ২৭ বিঘা পুকুর ও জলাশয় লিজ নিয়ে গত দু’সপ্তাহ ধরে গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও আব্দুল জলিলের পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে গত বুধবার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দু’পক্ষকে নিয়ে বৈঠক করে বিবাদমান পরিস্থিতি নিরসন করে। কিন্তু শুক্রবার বিকেলে আব্দুল জলিল মিয়ার নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সবাইকে মারধর করে ও বাড়িঘর ভাংচুর করে। এতে আব্দুর রাজ্জাকের পরিবারের দুই নারীসহ অন্তত ২০ জন সদস্য আহত হয়। এ সময় আব্দুর রাজ্জাক বাড়িতে ছিলেন না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়র পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের ধরতে পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানান তিনি।