অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় রমেশসেন রোডের যৌনপল্লী থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী খুলনা জেলা সদরের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার শহরের ১নং ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করা করে।
পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত নয় দিন আগে একটি দালালচক্র প্রলোভন দেখিয়ে তাকে এনে ময়মনসিংহ যৌনপল্লীতে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। যৌনপল্লীর একটি সংগঠনের নেত্রী আনু বেগম তাকে কিনে নেয়।
পরে কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুর ঘর থেকে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















