অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সীমান্ত থেকে ৪০ লাখ টাকা মূল্যের দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রেলবাজার খেয়াঘাট এলাকা থেকে হেরোইনগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক নুরে আলমের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল রেলবাজার খেয়াঘাটে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা হেরোইন ফেলে পালিয়ে যায়। এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত হেরোইন মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















