অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রমেশ চন্দ্র রায় (৫৬)নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরের জজকোর্ট ও ডিসি অফিসের সামনের এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রমেশ চন্দ্র কোর্ট প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চালিয়ে রাস্তায় ওঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান।
রমেশ চন্দ্র রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার গুনিয়ারা গ্রামের জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্তব্যরত ছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























