ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

শিক্ষাক্ষেত্রে ‘অবদানের স্বীকৃতি হিসেবে’ এ বছরের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ভারতের মুম্বাইয়ে আগামী ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে নাহিদকে এই পুরস্কার দেওয়া হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ শিক্ষামন্ত্রী এই পুরস্কার পাচ্ছেন।

“ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স আগামী ২৩ নভেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন দেওয়া হবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।
শিক্ষামন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বলেন, “শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তিত্ব।”

নাহিদকে ‘পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল’ হিসেবে বর্ণনা করে স্মিথ লিখেছেন, এ পুরস্কারের লক্ষ্য হচ্ছে সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

শিক্ষাক্ষেত্রে ‘অবদানের স্বীকৃতি হিসেবে’ এ বছরের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ভারতের মুম্বাইয়ে আগামী ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে নাহিদকে এই পুরস্কার দেওয়া হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ শিক্ষামন্ত্রী এই পুরস্কার পাচ্ছেন।

“ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স আগামী ২৩ নভেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন দেওয়া হবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।
শিক্ষামন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বলেন, “শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তিত্ব।”

নাহিদকে ‘পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল’ হিসেবে বর্ণনা করে স্মিথ লিখেছেন, এ পুরস্কারের লক্ষ্য হচ্ছে সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।