অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চলমান কাতার সঙ্কট নিয়ে মধ্যস্থতা করতে আগামী ২৩ থেকে ২৪ জুলাই সৌদি আরব, কুয়েত ও কাতার সফরের পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। উপসাগরীয় আরব প্রতিবেশিদের সঙ্গে বিরোধে এরদোগান কাতারের একজন দৃঢ় সমর্থক।
‘সন্ত্রাসবাদে’ সমর্থন দেয়ার অভিযোগে গত ৫ মে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক ও পরিবহন সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে। দোহার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ১৩ দফা শর্ত দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এরদোগান এই শর্তেরও তীব্র সমালোচনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















