ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

স্বর্ণালীর চিকিৎসায় রামেক হাসপাতালে মেডিকেল বোর্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত রাজশাহীর শিশু স্বর্ণালীর (১২) চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে এ মেডিকেল বোর্ড। এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নেয়া হয় স্বর্ণালীকে। বর্তমানে হাসপাতালের মেডিসন ইউনিট-২ এ চিকিৎসাধীন সে। তার চিকিৎসা তত্ত্বাবধান করছে রাজশাহী সিভিল সার্জন দফতর।

রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা বলেন, রামেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১ প্রধান ডা. খলিলুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে স্বর্ণালীর। ওই চিকিৎসকের নেতৃত্বে বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাতে মেডিসিন, ডার্মাটোলজি ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রয়েছেন।

বুধবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা স্বর্ণালীকে দেখেছেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বর্ণালী হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন তার মা রুমা বেগম। বিকেলে হাসপাতালে রুমা বেগম বলেন, সকালে চিকিৎসক দল এসে দেখে গেছেন স্বর্ণালীকে। তারা কিছু পরীক্ষা-নীরিক্ষা দিয়েছেন। কিন্তু দুপুর হয়ে যাওয়ায় হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করানো যায়নি।

ইউনিট প্রধান ডা. খলিলুর রহমান বলেন, এমআরআই, সিটি স্ক্যানসহ রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। এসবের প্রতিবেদন পেলে স্বর্ণালীর পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে। এনিয়ে মেডিকেল বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

স্বর্ণালী রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেকাটাপাড়ার আবদুল মান্নানের মেয়ে। সে পার্শ্ববর্তী নোনামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার ডান হাতে দেখা দিয়েছে বিরল এ রোগ। কিন্তু অর্থের অভাবে বন্ধ ছিলো চিকিৎসা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

স্বর্ণালীর চিকিৎসায় রামেক হাসপাতালে মেডিকেল বোর্ড

আপডেট সময় ০৩:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত রাজশাহীর শিশু স্বর্ণালীর (১২) চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে এ মেডিকেল বোর্ড। এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নেয়া হয় স্বর্ণালীকে। বর্তমানে হাসপাতালের মেডিসন ইউনিট-২ এ চিকিৎসাধীন সে। তার চিকিৎসা তত্ত্বাবধান করছে রাজশাহী সিভিল সার্জন দফতর।

রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা বলেন, রামেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১ প্রধান ডা. খলিলুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে স্বর্ণালীর। ওই চিকিৎসকের নেতৃত্বে বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাতে মেডিসিন, ডার্মাটোলজি ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রয়েছেন।

বুধবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা স্বর্ণালীকে দেখেছেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বর্ণালী হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন তার মা রুমা বেগম। বিকেলে হাসপাতালে রুমা বেগম বলেন, সকালে চিকিৎসক দল এসে দেখে গেছেন স্বর্ণালীকে। তারা কিছু পরীক্ষা-নীরিক্ষা দিয়েছেন। কিন্তু দুপুর হয়ে যাওয়ায় হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করানো যায়নি।

ইউনিট প্রধান ডা. খলিলুর রহমান বলেন, এমআরআই, সিটি স্ক্যানসহ রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। এসবের প্রতিবেদন পেলে স্বর্ণালীর পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে। এনিয়ে মেডিকেল বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

স্বর্ণালী রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেকাটাপাড়ার আবদুল মান্নানের মেয়ে। সে পার্শ্ববর্তী নোনামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার ডান হাতে দেখা দিয়েছে বিরল এ রোগ। কিন্তু অর্থের অভাবে বন্ধ ছিলো চিকিৎসা।