অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সোমবার পেরুর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬.৪ তীব্রতা ছিল। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। স্থানীয় সময় রাত ৯টা ৫মিনিটে ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে।
পেরুর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ নগরী আরিকুইপার প্রায় ২২০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর শোনা যায়নি। তবে জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, পেরুতে সর্বশেষ ২০০৭ সালের আগস্টে শক্তিশালী ভূমিকম্পে ৫৯৫ জন নিহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























