অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বেইজিং পৌঁছেছেন। তার এশিয়া সফরের মধ্যে এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সফরকালে উত্তর কোরিয়া বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বেইজিং সফরের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেন। তবে তিনি সিউলে এক ভাষণে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার জন্য চীনের প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।
ট্রাম্প প্রশাসন বেইজিংকে উত্তর কোরিয়ার মূল নিয়ন্ত্রণকারী বলে বিবেচনা করে। দেশটির অর্থনৈতিকভাবে টিকে থাকা এবং ৯০ শতাংশ বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল। এর আগে, চীনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে শি পুনরায় মনোনীত হওয়ায় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।
এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















