অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ আড়াই কোটি টাকা মূল্যের কোকেনসহ স্বপন মৃধা (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের খেয়াঘাট এলাকা থেকে তাকে কোকেনসহ গ্রেফতার করা হয়। স্বপন উপজেলার ভাতগ্রাম ইউনিযনের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে।
টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন মঙ্গলবার সন্ধায় মির্জাপুর থানায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন। তিনি জানান, স্বপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স্বপন এক পর্যায়ে কোকেন ব্যবসার সঙ্গে যুক্ত হন।
গোপন সংবাদের ভিত্তিতে কোকেনের বিষয়টি জানতে পেরে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহাদত হোসেন ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে স্বপন মৃধাকে এক কেজি ওজনের কোকেনসহ গ্রেফতার করেন। আফগানিস্তানের তৈরি উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এক প্রশ্নের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন জানান, উদ্ধার হওয়া কোকেন আফগানিস্তান থেকে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসতে পারে। কোকেন ব্যবসার সাথে মাদক ব্যবসার বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলেও সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার উল্লেখ করেন।
এসময় মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ইনপেক্টর তদন্ত এস এম তুহিন আলীসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন গত এক সপ্তাহে মির্জাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















