অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার সিউলের ওসান বিমান ঘাঁটিতে দুপুরে দিকে অবতরণ করেন।
বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিউং-হোয়া তাকে শুভেচ্ছা জানান। পরে হেলিকপ্টারে করে সিউলের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে সংস্কার করা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আসেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। ক্যাম্প হাম্পরিসে দক্ষিণ কোরিয়া ও ইউএস ফোর্সেস কোরিয়ার (ইউএসএফকে) সদস্যদের সঙ্গে এ দুই নেতা দুপুরের খাবার খান। ক্যাম্প হাম্পরিস বিদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
আকাশ নিউজ ডেস্ক 
























