অাকাশ জাতীয় ডেস্ক:
যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামিদের বাঁচাতে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সকালে হাইকোর্টে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার সুরাহা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যুদ্ধাপরাধী মামলার ব্যাপারে কোর্ট যেটা মনে করবেন সেটা রায় দিবেন। সেটি ফৌজদারি বা বিনা কোর্টে না। তবে ব্যাপারটা সুরহা হয়ে যাওয়া ভাল।’
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে। ফাঁসির রায় দেয়া হলো কিন্তু নানা কারণে ফাঁসি কার্যকর করা হচ্ছে না। আর তাই সেই ফাঁসির আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর যদি সেই আসামি বেরিয়ে যায় তাহলে সেটি সমাজের জন্য কোনো সুষ্ঠু ব্যবস্থা হবে না।’
আকাশ নিউজ ডেস্ক 






















