অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লেবানন দাবি করেছে রিয়াদ। তাদের দাবি, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের আগ্রাসের কারণে তারা এমনটা করেছে। মঙ্গলবার এক খবরে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের মাঝামাঝি পড়েছে লেবানন। সৌদি মিত্র রাজনীতিবিদ সাদ আল হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর বিতর্ক বেড়ে যায়। পদত্যাগের সময় ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছিলেন তিনি। সৌদি গালফ এফেয়ার্স মন্ত্রী থামের আল সাবহান বলেন, লেবাননের সরকার সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হিসেবে তিনি হিজবুল্লাহকে সামনে নিয়ে আসেন।
হারিরির নেতৃত্বাধীন সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবহান বলেন, ‘সেখানে অনেকে আছে যারা দক্ষিণ লেবাননে ফিরে আসবে।’ আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘লেবানিজদের এই ঝুকি সম্পর্কে মনে রাখা উচিত এবং খুব তাড়াতাড়ি সমাধা করা উচিত।’
তবে সৌদি আরব তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে সেসম্পর্কে কিছু বলেননি তিনি। লেবাননের সরকারের পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 



















