ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সামনে এলো দেবসেনা আনুশকার ‘ভাগমতি’র ভয়ানক লুক!

আকাশ বিনোদন ডেস্ক:

অবশেষে সামনে এসেছে বাহুবলী তারকা আনুশকার ‘ভাগমতি’ লুক। সোমবার ভোরে ‘ভাগমতি’র ফার্স্ট লুক সামনে আসার কথা থাকলেও পরে সময় বদলে বিকালে প্রকাশ করা হয়।

পাশাপাশি ‘ভাগমতি’র ইংলিশ বানান Bhagmati থেকে বদলে Bhaagamathie করা হয়। এসবই করা হয় নিউমারোলজিস্ট পরামর্শ মেনে।

‘বাহুবলী’র পাহাড় প্রমাণ সাফল্যের পর আনুশকার পরবর্তী ছবি ‘ভাগমতি’ নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। আর মঙ্গলবার অনুষ্কার জন্মদিনের ঠিক একদিন আগেই অর্থাৎ সোমবার ইভি ক্রিয়েশনের তরফ থেকে পোস্টার প্রকাশ করা হল।

আনুশকার এই ছবিটি আদতে একটি পিরিয়ড থ্রিলার, যেটি তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পেতে চলেছে। সাধারণত পোস্টার দেখেই ফিল্মের ধরণ বোঝা যায়। এ ক্ষেত্রেও হয়েছে তাই। তবে ‘ভাগমতি’ পোস্টার দেখে সিনেমার পরিণতি সম্পর্কে তেমন ধারণা করা যাচ্ছে না। ফলে এই পোস্টার ফিল্ম নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

আশা করা যায় অনুষ্কার এই ফিল্ম আরোও বেশি রোমাঞ্চকর হবে। যদিও ফিল্মটি ২০১৮ সালে ঠিক কবে মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায় নি। তবে একটা কথা বলতেই হয়, আনুশকাকে এর আগে এমন রূপে কখনোও দেখা যায়নি। আর আনুশকার এই ‘ভয়ানক লুক’ শিহরণ জাগানোর জন্য যথেষ্ঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামনে এলো দেবসেনা আনুশকার ‘ভাগমতি’র ভয়ানক লুক!

আপডেট সময় ১১:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

অবশেষে সামনে এসেছে বাহুবলী তারকা আনুশকার ‘ভাগমতি’ লুক। সোমবার ভোরে ‘ভাগমতি’র ফার্স্ট লুক সামনে আসার কথা থাকলেও পরে সময় বদলে বিকালে প্রকাশ করা হয়।

পাশাপাশি ‘ভাগমতি’র ইংলিশ বানান Bhagmati থেকে বদলে Bhaagamathie করা হয়। এসবই করা হয় নিউমারোলজিস্ট পরামর্শ মেনে।

‘বাহুবলী’র পাহাড় প্রমাণ সাফল্যের পর আনুশকার পরবর্তী ছবি ‘ভাগমতি’ নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। আর মঙ্গলবার অনুষ্কার জন্মদিনের ঠিক একদিন আগেই অর্থাৎ সোমবার ইভি ক্রিয়েশনের তরফ থেকে পোস্টার প্রকাশ করা হল।

আনুশকার এই ছবিটি আদতে একটি পিরিয়ড থ্রিলার, যেটি তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পেতে চলেছে। সাধারণত পোস্টার দেখেই ফিল্মের ধরণ বোঝা যায়। এ ক্ষেত্রেও হয়েছে তাই। তবে ‘ভাগমতি’ পোস্টার দেখে সিনেমার পরিণতি সম্পর্কে তেমন ধারণা করা যাচ্ছে না। ফলে এই পোস্টার ফিল্ম নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

আশা করা যায় অনুষ্কার এই ফিল্ম আরোও বেশি রোমাঞ্চকর হবে। যদিও ফিল্মটি ২০১৮ সালে ঠিক কবে মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায় নি। তবে একটা কথা বলতেই হয়, আনুশকাকে এর আগে এমন রূপে কখনোও দেখা যায়নি। আর আনুশকার এই ‘ভয়ানক লুক’ শিহরণ জাগানোর জন্য যথেষ্ঠ।