অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আলতাফ হোসেন নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন পাবনার সাথিয়ার মৃত আবেদ আলীর ছেলে এবং বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বরত কনস্টেবল। মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান ও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত শামসুন নুর জানান, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর কলাবাগান এলাকায় দায়িত্বরত ছিলেন। এসময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলতাফ হোসেনের মৃত্যু হয়।
পরে সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা তার মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এদিকে ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। ট্রাকটি আটকের জন্য বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ দুই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























