অাকাশ জাতীয় ডেস্ক:
বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে আন্দোলন করার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষককের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হুমকি পাওয়া মুহাম্মদ আমির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের সহযোগী অধ্যাপক ও বর্ধিত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠন করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সমপাদক।
মুহাম্মদ আমির উদ্দিন জানান, ১০-১২ জন যুবক নিজেদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী পরিচয় দিয়ে হুমকি তাঁকে দিয়েছে। তিনি বলেন, ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় আমার কক্ষে গিয়ে তাদের নেতার বিরুদ্ধে কেন আন্দোলন করছি তা জানতে চায় তারা। আমি বলেছি, আমি তো কারো বিরুদ্ধে আন্দোলন করছি না। ওই সময় তাদের মধ্যে একজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্যামপাসে প্রবেশ করতে দেবে না বলে হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, হুমকি পাওয়ার বিষয়ে আমরা শুনেছি এবং বিকেল সাড়ে ৩টায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অফিস সময় শেষ হয়ে যাওয়ায় দেখা সম্ভব হয়নি। সোমবার এটি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর বলেন, হুমকিপ্রাপ্ত শিক্ষককে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























