অাকাশ জাতীয় ডেস্ক:
জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলো। স্বজনদের কাছে লাশটাও ফেরৎ দেওয়া হয়নি। অথচ তাদের বক্তব্য শুনলে মনে হয় ধোয়া তুলসিপাতা। রোববার দড়াটানা ভৈরব চত্ত্বরে আয়োজিত জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকির গণসমাবেশে তিনি একথা বলেন।
যশোর জেলা জাসদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ভুলে গেলে চলবে না বিএনপির আমলেই দশ ট্রাক অস্ত্রের চালান এসেছিলো, ২১ আগস্ট শেখ হাসিনা সহ দলের সকল নেতাকর্মীকে একসাথে হত্যার জন্য বোমা হামলা করা হয়েছিলো, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো। বিএনপি নেত্রীর পরিবারসহ সকল স্তরে দুর্নীতির মহোৎসব চলেছিলো।
তিনি আরো বলেন, জনগণকে বোকা ভাবার কোন কারণ নেই। তারা সব মনে রাখে। এখন তারা লেভেল প্লেয়িং ফিল্ড চায়, তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি করে। তিনি প্রশ্ন রেখে বলেন, কোন তত্ববধায়ক? সেটা কি ইয়াজউদ্দীন মার্কা? শেখ হাসিনা যুদ্ধাপরাধিদের বিচার করেছেন, কর্ণেল তাহের হত্যার পুনঃবিচার করেছেন আপনাদের পছন্দ হয়নি। আপনাদের মায়াকান্না জনগণের জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য। অপকর্মের সব দলিল জনগণের হাতে, মায়াকান্নায় জনগণ ভুলবে না।
বক্তব্যের শুরুতে তিনি জাসদের প্রতিষ্ঠাকালিন সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। জাসদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলো শুরুতেই তা ধাক্কা খায়। বঙ্গবন্ধু সর্বদলীয় সরকারের পরিবর্তে দলীয় সরকার গঠন করেন। তার চারপাশের সুবিধাভোগীরা ক্ষমতার সকল স্তরে এক অরাজক পরিস্থিতি তৈরি করে। দেশ সঠিক পথে চলছিলো না। সেই সময় কিছু নির্লোভ মুক্তিযোদ্ধা দেশের মানুষের স্বাধীকার আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজন অনুভব করেন। তারা বুঝতে পারেন নতুন দল গঠন ছাড়া উপায় নেই। সেই লক্ষ্যকে সামনে নিয়ে ১৯৭২ সালে ৩১ অক্টোবর জন্ম হয় জাসদের।
রবিউল আলম আরো বলেন, মানুষের মধ্যে স্বার্থপরতা বৃদ্ধি পেয়েছে। যুব সমাজ আজ নেশা, দুর্নীতি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। কিন্তু জাসদ তার নীতি থেকে সরেনি। জাসদ প্রতিষ্ঠালগ্ন থেকে আজও খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করছে। আমরা ১৪ দলের সাথে আছি। একসাথে নির্বাচন করব। মানুষ এদেশে আর স্বাধীনতাবিরোধী রাজাকারদের হাতে ক্ষমতা দেখতে চায়না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন জাসদ নেতা লোকমান আলী। বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়, সহসভাপতি রশিদুর রহমান রশিদ, আহসান উল্লাহ ময়না, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ বাপি, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক সোহেল আহমেদ। সঞ্চালনা করেন অ্যাড. আবুল কায়েস।
আকাশ নিউজ ডেস্ক 






















