অাকাশ জাতীয় ডেস্ক:
বাল্যবিবাহ রুখে দেওয়ার আহবান জানিয়ে ১৬ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে প্রচারাভিযান কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে যশোর সদর উপজেলার ফরিদপুরের দুটি স্কুল ও শহরের দুটি সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ না করার জন্যে শপথ করানো হয়েছে।
শনিবার সকালে যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে সাইকেলযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। এ সময় বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
বন্ধুসভার ৪২ জন বন্ধু এ সাইকেলযাত্রায় অংশ নেন। এরপর সাইকেলযাত্রা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করে। এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান। পরে সরকারি মহিলা কলেজে গিয়ে ১৮ বছরের কম বয়সের শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিষয়ে সচেতন করা হয়। সেখানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এম হাসান সোহওয়ার্দী।
এরপর যশোর সদর উপজেলার বাল্যবিবাহ প্রবণ গ্রাম ফরিদপুরের এফএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ না করার জন্য শপথ বাক্য পড়ানো হয়। একই সঙ্গে বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোন ও হটলাইন নম্বর সরবরাহ করা হয়। সেখানে দুটি স্কুলের প্রধান শিক্ষক যথাক্রমে শাহিন উদ্দীন ও পারভেজ মাসুদ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, সদস্য আবদুল কাদের।
আকাশ নিউজ ডেস্ক 
























