ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

লেবুর অবহেলিত ছিলকার জাদু

অাকাশ নিউজ ডেস্ক:

লেবু কেটে চিপে রস বের করে খেয়ে নিলেই হলো। কিন্তু যে অংশটা ফেলে দিলেন তার গুণের বয়ান কয়জনই বা জানেন? কেবল এর ছিলকার কার্যকারিতা শুনলে বুঝবেন, রসের চেয়ে কোনো অংশে কম নয় এটি। লেবুর অবহেলিত ছিলকার জাদুকরি গুণের কথা জেনে নিন।

ভিটামিন-পুষ্টি: ভিটামিনের একটি তালিকাই রয়েছে খোসায়। মিলবে খনিজ ও ফাইবার। ক্যালসিয়াম, পটাসিয়াম আর ভিটামিন ‘সি’-এর সরবরাহ পর্যাপ্ত। দেহের যেকোনো পুষ্টির অভাব পূরণে শক্তিশালী এক উৎস লেবুর খোসা। স্বাস্থ্যকর পাচক রসও পাবেন এতে। মাত্র ৬ গ্রাম ছিলকায় মিলবে ৩ ক্যালোরি, ০.০২ গ্রাম ফ্যাট, ০.৩৬ মিলিগ্রাম সোডিয়াম, ৯.৬ মিলিগ্রাম পটাসিয়াম, ০.৯৬ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৬৪ গ্রাম ভক্ষণযোগ্য ফাইবার, ০.০৯ গ্রাম প্রোটিন, ৩ ইন্টারন্যাশনাল ইউটিন ভিটামিন এ, ৭.৭৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ৮.০৪ মিলিগ্রাম ক্যালসিয়াম আর ০.০৫ মিলিগ্রাম আয়রন।

ক্যান্সার প্রতিরোধ: গবেষণায় প্রমাণ মিলেছে, চায়ের মধ্যে এর খোসা দিলে দেহের ক্যান্সারে আক্রান্ত কোষগুলো আর বৃদ্ধি পায় না। এসিডপূর্ণ দেহে মাথাচাড়া দেয় ক্যান্সার। আর সেখানে লেবুর ছিলকা ক্ষারীয় অবস্থার মাধ্যমে পিএইচের মাত্রায় ভারসাম্য আনে।

হাড়ের স্বাস্থ্য: এটি হাড়ের স্বাস্থ্যরক্ষায় ব্যাপক কাজের। হাড়সংক্রান্ত যেকোনো রোগ সামলাতেও বেশ কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, ইনফ্লেমেটরি পলিআর্থ্রাইটিস, অস্টেওপোরোসিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস মোকাবেলায় লেবুর খোসা শক্তিশালী অস্ত্র।

মুখের স্বাস্থ্য: যখন মুখ দিয়ে এই ফলের খোসা খাচ্ছেন, তখন কিন্তু মুখেরও উপকার হচ্ছে। এমনিতেই ভিটামিন ‘সি’ দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে সক্ষম। স্কার্ভি, মাড়ি থেকে রক্ত পড়া ও গিনগিভাইটিসের মতো রোগ ঠেকাতে শক্ত ঢাল লেবুর ছিলকা।

ওজন হ্রাস: এমনকি বাড়তি ওজন ঝরাতেও এই খোসার ওপর নির্ভর করা যায় বলে প্রমাণ দিয়েছে বেশ কয়েকটি গবেষণা। এতে আছে বিশেষ এক উপাদান, যার নাম পেকটিন। দেহের ওজন কমাতে এটি খুবই কার্যকর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

লেবুর অবহেলিত ছিলকার জাদু

আপডেট সময় ০৪:৩৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

লেবু কেটে চিপে রস বের করে খেয়ে নিলেই হলো। কিন্তু যে অংশটা ফেলে দিলেন তার গুণের বয়ান কয়জনই বা জানেন? কেবল এর ছিলকার কার্যকারিতা শুনলে বুঝবেন, রসের চেয়ে কোনো অংশে কম নয় এটি। লেবুর অবহেলিত ছিলকার জাদুকরি গুণের কথা জেনে নিন।

ভিটামিন-পুষ্টি: ভিটামিনের একটি তালিকাই রয়েছে খোসায়। মিলবে খনিজ ও ফাইবার। ক্যালসিয়াম, পটাসিয়াম আর ভিটামিন ‘সি’-এর সরবরাহ পর্যাপ্ত। দেহের যেকোনো পুষ্টির অভাব পূরণে শক্তিশালী এক উৎস লেবুর খোসা। স্বাস্থ্যকর পাচক রসও পাবেন এতে। মাত্র ৬ গ্রাম ছিলকায় মিলবে ৩ ক্যালোরি, ০.০২ গ্রাম ফ্যাট, ০.৩৬ মিলিগ্রাম সোডিয়াম, ৯.৬ মিলিগ্রাম পটাসিয়াম, ০.৯৬ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৬৪ গ্রাম ভক্ষণযোগ্য ফাইবার, ০.০৯ গ্রাম প্রোটিন, ৩ ইন্টারন্যাশনাল ইউটিন ভিটামিন এ, ৭.৭৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ৮.০৪ মিলিগ্রাম ক্যালসিয়াম আর ০.০৫ মিলিগ্রাম আয়রন।

ক্যান্সার প্রতিরোধ: গবেষণায় প্রমাণ মিলেছে, চায়ের মধ্যে এর খোসা দিলে দেহের ক্যান্সারে আক্রান্ত কোষগুলো আর বৃদ্ধি পায় না। এসিডপূর্ণ দেহে মাথাচাড়া দেয় ক্যান্সার। আর সেখানে লেবুর ছিলকা ক্ষারীয় অবস্থার মাধ্যমে পিএইচের মাত্রায় ভারসাম্য আনে।

হাড়ের স্বাস্থ্য: এটি হাড়ের স্বাস্থ্যরক্ষায় ব্যাপক কাজের। হাড়সংক্রান্ত যেকোনো রোগ সামলাতেও বেশ কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, ইনফ্লেমেটরি পলিআর্থ্রাইটিস, অস্টেওপোরোসিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস মোকাবেলায় লেবুর খোসা শক্তিশালী অস্ত্র।

মুখের স্বাস্থ্য: যখন মুখ দিয়ে এই ফলের খোসা খাচ্ছেন, তখন কিন্তু মুখেরও উপকার হচ্ছে। এমনিতেই ভিটামিন ‘সি’ দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে সক্ষম। স্কার্ভি, মাড়ি থেকে রক্ত পড়া ও গিনগিভাইটিসের মতো রোগ ঠেকাতে শক্ত ঢাল লেবুর ছিলকা।

ওজন হ্রাস: এমনকি বাড়তি ওজন ঝরাতেও এই খোসার ওপর নির্ভর করা যায় বলে প্রমাণ দিয়েছে বেশ কয়েকটি গবেষণা। এতে আছে বিশেষ এক উপাদান, যার নাম পেকটিন। দেহের ওজন কমাতে এটি খুবই কার্যকর।