অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ও পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে একজন নিহত ও বাবুল মিয়া নামে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মৃত আরফান আলী মৃধার ছেলে।
জানা গেছে, প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে। শুক্রবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন। পথিমধ্যে মির্জাপুরের চড়পাড়া নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে পড়ে গেলে বাবুল মিয়া আহত হয়। স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে সকাল সোয়া নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ আলী মৃধা নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করতে না পারলেও ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরের সঙ্গে কথা হলে তিনি পৃথক সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, আইনী পক্রিয়া শেষে মৃত ব্যক্তির বডি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















