অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে পিস্তল ঠেকিয়ে স্বপ্না পাল নামে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়েছে দুস্কৃতিকারী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডে। তার বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াই মৈশালপাড়া গ্রামে।
স্বপ্না পালের স্বামী লক্ষণ পাল জানান, বুধবার সকালে তার স্ত্রী স্বপ্না পাল কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। দুপুর দুইটার দিকে হাসপাতাল গেট থেকে বাড়ি আসার উদ্দ্যেশে একটি অটোরিকসায় উঠে। প্রায় ২শ গজ সামনে যাওয়ার পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি রিকসাটিকে সিগন্যাল দিয়ে থামায় এবং ওই রিকসায় উঠেই পিস্তল ঠেকিয়ে কথা না বলতে বলেন। পরে রিকসাটি সদরের পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে পিস্তল ধরে তার সাথে থাকা এক ভরি ওজনের একটি চেইন, একটি কানের দোল, একটি মোবাইল ফোন ও ৫/৬শশ টাকাসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটে নিয়ে চম্পট দেয় ওই দুস্কৃতিকারী।
সম্প্রতি মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল নয়াপাড়া গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সালামকে মহাসড়কের নয়াপাড়া নামক স্থান থেকে প্রাইভেটকার যোগে অপহরণ কর হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে সে মুক্তি পায় বলে ওই গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মৃধা জানিয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















